নিজ বিভাগে ফিরতে জবির সাবেক ভিসি ড. মীজানের আবেদন

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগে চাকরিতে যোগদান করার আবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

শনিবার (২০ মার্চ) সকালে মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ আবেদন করেছেন। আবেদনের সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মিজান স্যার বিভাগে পুনরায় যোগদানের জন্য আজকে আবেদন করেছেন। উনি আবেদন করবেন এজন্য আজকে ছুটির দিনেও বিশেষভাবে অফিস খোলা রাখা হয়েছে। আগামীকাল আমরা আবেদনটি রেজিস্ট্রার অফিসে ফরোয়ার্ড করে দেব।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান জাগো নিউজকে বলেন, আমাদের কাছে এখনো আবেদনটি আসেনি। আবেদন করে থাকলে হয়তো আগামীকাল আসবে। তারপর বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ার পর তিনি চাকরিতে যোগদান করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবেদনে অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে ২০১৩ সালের ২০ মার্চ থেকে গত ১৯ মার্চ পর্যন্ত ডেপুটেশন ছুটিতে ছিলাম। উক্ত ছুটি শেষে অদ্য ২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপক পদে যোগদান করলাম।’

বিশেষত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, কোনো শিক্ষক সরকার কর্তৃক প্রশাসনিক কোনো পদে নিয়োগপ্রাপ্ত হলে তিনি তার সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে একজন নিয়মিত শিক্ষক হিসেবে গণ্য হন না। সে বিধি অনুযায়ী ২০১৩ সালের ২০ মার্চ অধ্যাপক মীজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। সে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদ থেকে তিনি অটোডেপুটেশনে চলে যান। গত ১৯ মার্চ পর্যন্ত তিনি ডেপুটেশনে ছিলেন। বর্তমানে স্বাভাবিকভাবে তিনি বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেবেন।

আল সাদী/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।