চবির মূল ফটকের তালা খুলেছে ছাত্রলীগ


প্রকাশিত: ০৯:২৪ এএম, ১০ নভেম্বর ২০১৪

প্রশাসনের আশ্বাসে প্রায় দুইঘণ্টা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকের তালা খুলে দিয়েছেন বিবাদমান ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

চবি ছাত্রলীগ দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মূল ফটকে ছাত্রলীগের একাংশ তালা লাগিয়ে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে তারা তালা খুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাল্টাপাল্টি কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চবি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি গ্রুপের নেতাকর্মীরা ষোলশহর স্টেশনে শাটল ট্রেন আটকে দেয়। এ সময় তারা রেললাইনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এ ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে আটকে দেয় শিক্ষক বাসও। ফলে ক্যাম্পাসে আসতে পারেননি শিক্ষক ও শিক্ষার্থীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে ষোলশহর রেল স্টেশন এলাকায় ভিএক্স কর্মী পলাশকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা। পলাশ চবির ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।