রাবিতে শিক্ষক নিয়োগে বাড়ছে যোগ্যতা


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২২ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা বাড়ানো হয়েছে। শনিবার সিন্ডিকেটের ৪৬২তম সভায় নতুন এ নীতিমালা প্রণয়ন করা হয়।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান জানান, নতুন নীতিমালা অনুসারে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন করতে প্রার্থীর শিক্ষাজীবনে চারটি প্রথম শ্রেণি থাকতে হবে।

তিনি আরো বলেন, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক (এসএসসি-এইচএসসি) এবং স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষার সবগুলোতেই প্রথম শ্রেণি না থাকলে, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবে না। কিন্তু আগের নীতিমালা অনুযায়ী যেকোনো দুটিতে প্রথম শ্রেণি থাকলেই আবেদন করা যেতো।

নতুন নীতিমালা অনুযায়ী, রাবিতে শিক্ষক পদের জন্য আবেদনকারীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে (এসএসসি ও এইচএসসি) জিপিএ ৫ পয়েন্টের মধ্যে কমপক্ষে ৪.৫ পয়েন্ট পেতে হবে। আর স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪ পয়েন্টের মধ্যে ৩.৫ পয়েন্ট থাকতে হবে এবং শুধু থিসিস গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। আবার কোনো বিভাগে যদি একাধিক শিক্ষার্থীর স্নাতক-স্নাতকোত্তর ৩.৫ পয়েন্ট থাকলে মেধাক্রম অনুযায়ী প্রথম থেকে সপ্তম স্থান পর্যন্ত শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে।

এদিকে, নতুন নীতিমালাকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, এর ফলে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি কমবে, তেমনি প্রকৃত মেধাবীরাই শিক্ষকতার সুযোগ পাবে।

রাশেদ রিন্টু/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।