করোনার টিকা পাচ্ছেন নোবিপ্রবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নোবিপ্রবি
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০২ মার্চ ২০২১

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (২ মার্চ) সকালে আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে নোবিপ্রবির আবাসিক হলের সকল শিক্ষার্থীর কাছে জাতীয় পরিচয়পত্র/ স্মার্টকার্ডের কপি ইমেইল করতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যান্য হলের শিক্ষার্থীদের কাছ থেকেও খুব শিগগিরই জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ডের ছবি চাওয়া হবে।

এ বিষয়ে আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র চেয়েছি। তথ্যগুলো পেলেই আমরা টিকা প্রদানের কাজ শুরু করব। আশা করছি, শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবে।’

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।