কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২২ নভেম্বর


প্রকাশিত: ০৩:৫২ এএম, ২১ নভেম্বর ২০১৫

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর শুরু হবে। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২৮ জন শিক্ষার্থী।

২২ নভেম্বর ঘ-ইউনিট, ২৩ নভেম্বর গ-ইউনিট, ২৪ নভেম্বর খ-ইউনট, ২৫ নভেম্বর ক-ইউনিট এবং ২৬ নভেম্বর ঙ-ইউনিটের ভর্ত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার পাঁচটি ইউনিটে মোট আবেদন পড়ে ২২ হাজার ৯২০টি। এর মধ্যে (ক-ইউনিটে ৪৭৬৭টি, খ-ইউনিটে ৪৯৭৮টি, গ-ইউনিটে ৫৪৩৫টি, ঘ-ইউনিটে ৭০৮৪টি এবং ঙ-ইউনিটে ৬৫৬টি) আবেদন জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৮২৫টি আসন সংখ্যার বিপরীতে প্রতিটি আসনে আবেদন জমা পড়েছে প্রায় ২৮টি।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জনসংযোগ এসএম হাফিজুর রহমান জানান, ক, খ, গ এবং ঘ ইউনিটে পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিজোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বেলা ১১টায় এবং জোড় নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। ঙ-ইউনিটের পরীক্ষা কেবলমাত্র এক শিফটে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।