৫ এপ্রিল থেকে চবির ভর্তির আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

আগামী ৫ এপ্রিল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। ওই দিন বেলা ১১টা থেকে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে। ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই এবং ৫ জুলাই থেকে ৮ জুলাই তিন ধাপে অনুষ্ঠিত হবে।

jagonews24

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম সালামত উল্ল্যা ভূঁইয়া বলেন, ‘পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে পরবর্তীতে ইউনিট/উপ-ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ নির্ধারণ কর হবে। আবেদন ফি আগের নিয়মেই নেয়া হবে।’

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য চবির ওয়েবসাইটে admission.cu.ac.bd পাওয়া যাবে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।