খুবির সব পরীক্ষা স্থগিত, চলবে অনলাইনে পাঠদান
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকল বিশ্ববিদ্যালয়ের ন্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ও সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বের ন্যায় অনলাইনে ক্লাস চালু থাকবে। আগামী ২৪ মের পর স্বাস্থ্যবিধি মেনে সব চালু হবে এবং ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।
আলমগীর হান্নান/আরএইচ/এএসএম