জাবিতে সাংবাদিকতা বিভাগের স্থায়ী অবকাঠামো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এর মধ্য দিয়ে দীর্ঘ তিন বছরের অবকাঠামোগত টানাপোড়েন থেকে মুক্তি পেতে যাচ্ছে ২০১১ সালে যাত্রা শুরু করা এ বিভাগটি।
উদ্বোধন শেষে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। এজন্য প্রতিটি বিভাগের যাবতীয় সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
এসময় উপাচার্য নতুন বিভাগ হিসেবে সাংবাদিকতা বিভাগের প্রয়োজনীয়তা পূরণে বিশেষ নজর রাখবেন বলে আশ্বস্ত করেন।
অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আমিনা ইসলাম, প্রভাষক শেখ আদনান ফাহাদ, রাকিব আহমেদ এবং উজ্জ্বল কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। -বাসস