হল খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইবি শিক্ষার্থীদের
আগামী ১৭ মে হল ও ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছেন সরকার। এ সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে সরকারের সিদ্ধান্তে অনড় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন হয়ে আবাসিক হলের দিকে অগ্রসর হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেল হলে তারা অবস্থান নেন। দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা হলের সামনে অবস্থান নেন। এ সময় কিছু শিক্ষার্থী হলের তালা ভাঙার চেষ্টা করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘প্রশাসনের প্রহসন মানি না মানব না’, ‘লাথি মার ভাঙরে তালা, খুলে ফেল হলের তালা’, ‘আমার হল বন্ধ কেন জবাব চাই জবাব চাই’ সম্বলিত শ্লোগান দিতে থাকেন।
অবস্থানকালে শিক্ষার্থীরা বলেন, সরকারের সিদ্ধান্ত- বিচার মানি কিন্তু তালগাছ আমার। আমরা এই সিদ্ধান্তকে কোনোভাবেই মানতে পারছি না। সরকারের সিদ্ধান্তকে পূনর্বিবেচনার উদাত্ত আহ্বান জানাই। অবিলম্বে হল খুলে দিতে হবে। তা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তারা আরও বলেন, আমরা আগামীকাল মঙ্গলবার ১১টায় সাংবাদিক সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, আগামীকাল (মঙ্গলবার) ডিনদের নিয়ে জরুরি মিটিং ডাকা হয়েছে। এতে পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। হল খোলার ব্যাপারে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত।
রায়হান মাহবুব/এসজে/জিকেএস