জাবি ও ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্জলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় ওই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় খুবি শিক্ষার্থী আতিদ তূর্য বলেন, ‘কিছুদিন আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা করে। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সঙ্গে দুইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার না করায় প্রশাসন ও প্রক্টরের পদত্যাগের দাবি জানাই।

আশিক বিশ্বাস নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা চাই বিভিন্ন অযুহাতে ঘটনা এড়িয়ে না গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।’

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।