রাবিতে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল


প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

দেশব্যাপি জামায়াতে ইসলামীর ডাকা হরতালকে অবৈধ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, মানবতাবিরোধী মামলায় বিএনপি নেতা একাত্তরের নরপশু সালাউদ্দিন কাদের (সাকা) চৌধরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে দেয়া মৃত্যদণ্ডকে যখন দেশের সর্বোচ্চ আদালত বহাল রেখেছেন ঠিক তখনই একাত্তরের পেতাত্মা জামায়াত-শিবির দেশে হরতাল ডেকে নাশকতা করার পায়তারা করছে।

এ সময় তিনি আরো বলেন, দেশনেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতা মসনদে থাকবেন ততদিন বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা রাজপথে থাকবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রানা চৌধরী, সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, তন্ময় আনন্দ অভি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাকিল, গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, ফয়সাল আহমেদ রুনুসহ সংগঠনটির প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী।

রাশেদ রিন্টু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।