‘সেবা খাতের গ্রামীণ উদ্যোক্তারা অর্থনীতির প্রাণ’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আগামীর বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতিতে গ্রামীণ উদ্যোক্তাদের অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। শেকৃবির সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুলের উপস্থাপনায় আলোচনায় যুক্ত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাফিউদ্দিন আহমেদ, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ, নওরীন’স মীররের প্রতিষ্ঠাতা ও সিইও হোসনে আরা খান নওরীন এবং জিটিভির সিটি এডিটর রাজু আহমেদ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড. কাজী খলীকুজ্জামান আহমেদ বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)-২০১৯ সালের উপাত্ত অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৫৭ লাখ। মোট জনগোষ্ঠীর ২১.৪% শহরে এবং বাকি ৭৮.৬% গ্রামাঞ্চলে বসবাস করেন। জাতীয় বিকাশের পাশাপাশি সামাজিক বিকাশের জন্য গ্রামীণ উদ্যোক্তা বিকাশ অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমানে সেবা খাতের গ্রামীণ উদ্যোক্তারাই দেশের অর্থনীতির প্রাণ।’

নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ বলেন, ‘গ্রামীণ সেবা খাতগুলোর মধ্যে রয়েছে বিউটি পার্লার, বিকাশ, নগদ, এজেন্ট ব্যাংকিং, স্বাস্থ্য ও ফার্মেসী সেবা, ফটো স্টুডিও, সার্ভিসিং ভিত্তিক কার্যক্রম, পাম্প মেরামত ও সার্ভিসিং ইত্যাদি কাজগুলোর মাধ্যমে আরও গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি করে বেকার দূরীকরণ সম্ভব।’

এছাড়াও প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্যসহ সহযোগী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন। সংলাপে সরকারি কর্মকর্তা, যুব প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যক্তি খাতের উদ্যোক্তা, সমাজকর্মী, পেশাজীবি এবং গণমাধ্যমকর্মীসহ নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা সংযুক্ত ছিলেন।

মো. রাকিব খান/এমএইচআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।