ঢাবি ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে থেকে শুরুর প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় এ প্রস্তাবনা উত্থাপিত হয়। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এটি চূড়ান্ত হবে।

সভায় উপস্থিত একজন সদস্য জাগো নিউজকে বলেন, ‘ভর্তি পরীক্ষা শুরু হবে ‘ক’ ইউনিট দিয়ে। প্রস্তাবিত তারিখ অনুযায়ী পরীক্ষা হলে ‘ক’ ইউনিটের পরীক্ষা ২১ মে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর পরদিন ২২ মে ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। ‘গ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘এবারের পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। মোট ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বহু নির্বাচনী অংশে ৪০ নাম্বার এবং লিখিত অংশে ৪০ নাম্বার থাকবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ’র ওপর ১০ করে ২০ নাম্বার। ভর্তির আবেদনের সময়সীমা পরীক্ষা কমিটির মিটিংয়ে চূড়ান্ত হবে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘১৮ তারিখ সব চূড়ান্ত হবে।’

ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।