বন্ধ ক্যাম্পাসে ভালোবাসার দিনে বসন্তের দোলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

দীর্ঘ এক বছর পর বন্ধ ক্যাম্পাসে ফাগুনের ছোঁয়ায় সরগরম হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে সাত একরের ক্যাম্পাস। লাল গোলাপ আর লাল শাড়ি কিংবা হলুদ পাঞ্জাবি আর হলুদ শাড়ি পরে শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস হয়ে উঠেছে প্রাণচঞ্চল।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষাগুলো যেন এক নিমিষেই আড্ডা, হাসি ও আনন্দের মাঝে বিলীন হয়ে গেছে। গল্প, হাসি আর স্মৃতিচারণে ক্যাম্পাসের প্রতিটি চত্বর হয়ে উঠেছে উৎসবমুখর।

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীদের আনাগোনা দেখা গেছে ক্যাম্পাসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের মুক্ত মঞ্চ, শান্ত চত্বর, কাঁঠাল তলা, বিজ্ঞান ভবন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট প্রাঙ্গণে রঙ-বেরঙের পোশাকে শিক্ষার্থীরা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। ক্যাম্পাসের বন্ধু-বান্ধবী ও প্রেমিক যুগলদের ছবি তোলার প্রতিযোগিতা, প্রেমিকাকে ফুল দিয়ে বরণ সব মিলিয়ে দীর্ঘদিন পর স্মৃতিময় একটি দিন ফিরে পায় ক্যাম্পাস।

jagonews24

সাংবাদিকতা বিভাগের প্রেমিক যুগল দুই শিক্ষার্থী নাফী ও সাদিয়া ঘুরতে এসেছিলেন ক্যাম্পাসে। তারা বলেন, ‘আজ আমরা অন্য কোথাও যাইনি। সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্পাসে ঘুরবো। অনেকদিন পর দুজন ক্যাম্পাসে আড্ডা দিতে পেরে ভালোই লাগছে। দীর্ঘদিন পর ফাগুনের হাওয়া আর কোকিলের ডাকে ক্যাম্পাসে আমাদের সময় খুবই ভালো কেটেছে।’

ফাগুন উপলক্ষে ক্যাম্পাসে ঘুরতে এসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, আমরা বন্ধুরা অনেক দিন পর ক্যাম্পাসে একসঙ্গে দেখা করলাম। গত একবছর বাসা থেকে বের হতে পারিনি। পহেলা ফাল্গুন উপলক্ষে ক্যাম্পাসে আসলাম, খুবই ভালো লাগছে। ক্যাম্পাসের পুরোনো স্মৃতিগুলো, আগের দিনগুলো সব মনে পড়ে যাচ্ছে। করোনার কারণে সব বন্ধু-বান্ধবীরা একজায়গা হওয়া সম্ভব হয়নি। কিন্তু আশপাশে যারা আছে সবাই একসঙ্গে ঘুরছি, আড্ডা দিচ্ছি।

jagonews24

ক্যাম্পাসের মূল ফটকে হরেক রকমের গহনা নিয়ে স্টল দিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাবিউল ও অন্তরা। তারা বলেন, আমরা প্রতি বছরের ফাগুনের সময় নিজের বানানো গহনাগুলো ক্যাম্পাসে বিক্রি করি। এইবার ফাগুনের কোনো আমেজ নেই। করোনায় ক্যাম্পাস বন্ধ থাকায় দীর্ঘদিন আমরা অনলাইনে ব্যবসা করেছি। কিন্তু বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা শুরু হওয়ায় আমরা ক্যাম্পাসে স্টল দিয়েছি।

তারা আরও বলেন, বিগত ফাগুনগুলোতে স্টলে ছিল ক্রেতাদের আমেজ। কিন্তু এবার যারা লাইব্রেরিতে পড়াশুনো করে তাদের মধ্য থেকেই অধিকাংশ ক্রেতা ৷ যেখানে প্রত্যেক ফাগুনে সিনিয়র-জুনিয়রের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ক্যাম্পাসে। কিন্তু এবার করোনার কারণে ক্যাম্পাসে নেই কোনো উৎসব-আয়োজন। করোনা ফাগুনের লাইভ আয়োজনগুলোকে নিয়ে গেছে ভার্চুয়াল প্ল্যাটফর্মের আয়োজনে।

রায়হান আহমেদ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।