ভালোবাসা দিবসে ইবিতে বহিরাগত প্রবেশে কড়াকড়ি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবসে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বিভিন্ন বিভাগের অনার্স-মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা চলমান আছে। স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। আগামীকাল ক্যাম্পাসের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বহিরাগতরা ক্যাম্পাসের অভ্যন্তরে অবাধ বিচরণ করতে পারবেন না। এক্ষেত্রে তাদের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রক্টরিয়াল বডি প্রস্তুত থাকবে।’

এদিকে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইবিয়ান পরিবার। প্রথমদিন রাত ৮টায় বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আঞ্চলিক রম্য বিতর্ক ‘ভাষা থেকে ভালোবাসায়, আমাদের কে টপকায়?’ অনুষ্ঠিত হবে। দ্বিতীয়দিনে একই সময়ে সাবেক কৃতি বিতার্কিকদের অংশগ্রহণে ‘প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানিব্যাগের গুরুত্ব বেশি’ বিশেষ রম্য বিতর্ক অনুষ্ঠিত হবে। ওইদিন রাত নয়টায় ক্যাম্পাস তারকাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

রায়হান মাহবুব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।