শাবিতে বয়স্ক শিক্ষক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য লিফট চালু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বয়স্ক শিক্ষক, কর্মকর্তা, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী ও সিঁড়ি দিয়ে চলাচলে অক্ষম ব্যক্তিদের সুবিধার্থে ক্যাপসুল লিফট চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন-সি ও শিক্ষা ভবন-ই তে স্থাপিত লিফট দুটির সামনে পৃথকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী স্বাভাবিকভাবে সিঁড়ি দিয়ে চলাচল করতে পারেন না। দীর্ঘদিনের চেষ্টার ফলে তাদের চলাচলের সুবিধার্থে আমরা ক্যাপসুল লিফটের ব্যবস্থা করতে পেরেছি। এ উদ্যোগের অংশ হিসেবে সামনে আরও চারটি ক্যাপসুল লিফট স্থাপন করা হবে।’

jagonews24

উপাচার্য বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় চাইলেও কিছু করা সম্ভব হচ্ছে না। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে কয়েক বছরের মধ্যে এসব সমস্যার সমাধান হবে। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার অসুবিধা দূর হবে।’

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম ও ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল প্রমুখ উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম আফরান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।