কর্তৃপক্ষের উদাসীনতা, পরিচয়হীনতায় নোবিপ্রবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নোবিপ্রবি
প্রকাশিত: ০৯:২০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২১

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পরিচয়হীনতার ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এক বছরের বেশি সময় ধরে পরিচয়পত্র বানানোর মেশিন নষ্ট থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের আটটি সেমিস্টারের জন্য চার বছরের পরিচয়পত্র দেয়া হয়। কিন্তু সেশনজটের কবলে পড়ে শিক্ষার্থীদের আট সেমিস্টার শেষ করতে পাঁচ বছর বা কখনো তারও বেশি সময় প্রয়োজন হয়। পরিচয়পত্রের মেয়াদ চার বছরে শেষ হয়ে যাওয়ায় বাকি সময় শিক্ষার্থীদের নিজেদের পরিচয় নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ভর্তির এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত কেউ বিশ্ববিদ্যালয় থেকে পরিচয়পত্র পাননি বলে অভিযোগ করেন।

বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অভিযোগ, তারা আইডি কার্ডের জন্য বারবার যোগাযোগ করেও ফিরে আসতে হয়েছে। আইডি কার্ড না থাকায় কোথাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে তাদেরকে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, তৃতীয় বর্ষ শেষ হয়ে যাচ্ছে এখনো আইডি কার্ড পাই নাই। মেশিন নষ্ট দেড় বছরের বেশি সময় ধরে। বারবার গিয়ে ফিরে আসছি।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টার পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান রানা বলেন, দীর্ঘদিন মেশিন নষ্ট থাকায় আমাদের কাছে শিক্ষার্থীদের তথ্য থাকা সত্ত্বেও আইডি কার্ড বানানো যাচ্ছে না। তবে মেশিন ক্রয়ের ফাইল পাঠানো হয়েছে। মেশিন আসলে এক সপ্তাহের মধ্যে আমরা আইডি কার্ড বানিয়ে দিতে পারব।

এমআরআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।