ইউল্যাবে অনলাইন লাইব্রেরির সেবা নিয়ে আলোচনা
শিক্ষার্থীদের উন্নত সেবার লক্ষ্যে অনলাইন লাইব্রেরি কার্যক্রমের ওপর গত ৪ ফেব্রুয়ারি ‘হ্যালো লাইব্রেরিয়ান’ নামে ভার্চুয়াল টক সিরিজের আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। কোভিড-১৯ মহামারির সময় ও পরবর্তীতে অনলাইন লাইব্রেরির সেবা কেমন হতে পারে তা নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক ও ইউল্যাব লাইব্রেরি অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক সুমন রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) লাইব্রেরিয়ান হোসাম হায়দার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগ (লাইব্রেরি) ডেপুটি ডিরেক্টর এ কে এম নূরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ইউল্যাবের জয়েন্ট লাইব্রেরিয়ান ও লাইব্রেরি প্রধান কে এম হাসান ইমাম।
ভারত, জাপান, সুইজারল্যান্ড, পাকিস্তান, ও সিঙ্গাপুর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও গবেষণা সংস্থা থেকে প্রায় ৮৮ জন এই ভার্চুয়াল সেশনে অংশ নেন। গ্রন্থাগার পেশাজীবীদের সঙ্গে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও মতামত বিনিময়ের একটি মাধ্যম ‘হ্যালো লাইব্রেরিয়ান’।
এসজে/জিকেএস