নতুন ট্রেন পাচ্ছেন চবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:০১ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খুললেই নতুন ডেমু ট্রেন চলবে চবি-চট্টগ্রাম রুটে। নতুন ট্রেনের পাশাপাশি আগের দুইটি ডেমু ট্রেনও যথাসময়ে চলবে। নতুন এই ট্রেন শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এএম সালাউদ্দীন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খুললে চট্টগ্রাম-চবি রুটে একটি নতুন ডেমু ট্রেন চলাচল করবে। ট্রেনটি চট্টগ্রাম থেকে প্রতিদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে। সেখানে পৌঁছাবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।

অপরদিকে চবি ক্যাম্পাস থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে সন্ধ্যা ৬টায় এবং পৌঁছাবে সন্ধ্যা ৭টার দিকে। তবে শুক্রবার ট্রেনটি চলাচল করবে না।

জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়ে ক্যাম্পাসে যান। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন রেলমন্ত্রী।

এ সময় মন্ত্রী চবি রুটের রেললাইনের দূরাবস্থার সমালোচনা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের নির্দেশ দেন। পরবর্তীতে গতবছর রেললাইন সংস্কার, প্লাটর্ফম নির্মাণ, স্লিপার পরিবর্তনসহ নানা সংস্কার কাজ করা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, চবি স্টেশন থেকে চট্টগ্রামের বটতলী রেল স্টেশনের দূরত্ব ২২ কিলোমিটার। রেললাইনের সংস্কার কাজ শেষ হলে এ রুটে ট্রেন চলবে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। যা পূর্বে চলতো ১৫-২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।