একই বর্ষে ২৫ মাস, দ্রুত পরীক্ষা নেয়ার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ সেশনের (৪৬তম আবর্তন) শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ৩১ মার্চের মধ্যে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবি জানান তারা।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের তানভীর আহমেদের সঞ্চালনায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহীন আলম বলেন, ‘যেখানে চার বছরে আমাদের অনার্স শেষ হওয়ার কথা সেখানে আমরা এখনো ৩য় বর্ষের পরীক্ষা শেষ করতে পারিনি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু করবে বা শেষ করতে যাচ্ছে। এই সঙ্কটাপন্ন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে দাবি জানায়।’

jagonews24

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নাসিম বলেন, ‘আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের ৯ মার্চ। চারবছর অতিক্রম হয়েছে অথচ এখনো আমরা তৃতীয় বর্ষ শেষ করতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন, আমরা যেন ৩১ মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ করতে পারি।’

মানববন্ধন শেষে দ্রুত পরীক্ষা সম্পন্ন করার দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। উপাচার্যের পক্ষে তার সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সানোয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপাচার্য মুঠোফোনে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তাদের দাবির বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।

ফারুক হোসাইন/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।