রাবিতে দুই বাংলার চলচ্চিত্র উৎসব বুধবার শুরু


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপি (১৮-২৪ নভেম্বর) দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫। ভারতীয় হাইকমিশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করছে যৌথভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বুধবার সকালে উৎসবের উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত ও বাংলাদেশি চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ।

পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হবে। পরে মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান শুরু হবে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান এবং ভারতীয় সহকারী হাইকমিশনার মি. সন্দীপ মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
 
সপ্তাহব্যাপি এ উৎসবে দুই বাংলার খ্যাতিমান চলচ্চিত্রকারদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য মিলিয়ে ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনীসহ সকল অনুষ্ঠান দর্শক-শ্রোতার জন্য উন্মুক্ত থাকবে।

রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।