ফলাফল জালিয়াতির অভিযোগে ঢাবির দুই নিরাপত্তা প্রহরী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষার্থীকে ফলাফল জানিয়ে দেয়ায় অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই নিরাপত্তা প্রহরীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের নিরাপত্তা প্রহরী (বন্দুকধারী) আবুল হোসেন এবং এ্যাস্টেট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন। আটককৃতরা বর্তমানে শাহবাগ থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
মঙ্গলবার বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী। তিনি জানান, ‘মেডিকেলে যারা পড়ছেন তাদের একটি পরীক্ষার ফল আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেন তারা। হয়তো বা তাদের সাথে পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের লোকদের যোগাযোগ রয়েছে। তাই টাকার বিনিময়ে তাদের রেজাল্ট পৌঁছে দেন আটকরা।
এ অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।’ আটকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিরাপত্তা সহকারী একটি মামলা করতে গেছেন বলেও জানান তিনি।
তবে আটককৃতরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক। তিনি জাগো নিউজকে বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার আগেই আটককৃতরা অল্প টাকার বিনিময়ে ফল প্রকাশ করে দেয়, এমন অভিযোগে তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে প্রশাসন।’
এমএইচ/এসকেডি/আরআইপি