এসো মিলি সবে নবান্নের উৎসবে


প্রকাশিত: ১২:০১ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

বাঙালির চিরন্তন কৃষ্টি-সংস্কৃতিকে সামনে রেখে নতুন ধানের আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় জাতীয় নবান্ন উৎসবের। এ বছর উৎসবটির প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’।

রোববার সকাল ৭টা থেকে শুরু হওয়া উৎসবটির ১ম পর্ব চলে সকাল ৯টা পর্যন্ত। এরপর ২য় পর্ব বিকেল ৩টা থেকে শুরু হয়। চলবে রাত ৯টা পর্যন্ত।

এ বছর ১৭তম নবান্ন উৎসবটির আয়োজন করে ‘জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ’। উৎসবে থাকছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাসমূহের প্রদর্শনী ও আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতির আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও আবৃত্তি পরিবেশন করছে উদীচী শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা শিল্পীগোষ্ঠী, ক্রান্তি ও দৃষ্টিসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ২০টি শিল্পীগোষ্ঠী।

এবারের পিঠা উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী প্রায় ২৫ রকমের পিঠার আয়োজন করা হয়েছে। এরমধ্যে নতুন চালের চিতই ও ভাপা পিঠা গরম গরম তাৎক্ষণিক বানিয়ে দেয়া হয় সেখানে।
দর্শনার্থীরা অনেক হারিয়ে যাওয়া পিঠার ও সন্ধান পান। অনেকেই নিজের পছন্দের পিঠা কিনে খান। পিঠা উৎসবে অনেকেই তাদের প্রিয়জনদের নিয়ে যান।

নবান্ন উৎসবের ১ম পর্বের উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের। পিঠার স্টলে সকাল থেকেই দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ছিল।

এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।