শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সোমবার


প্রকাশিত: ১১:২৯ এএম, ১৫ নভেম্বর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে। রোববার ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা সোমবার দুপুর ১২টার মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার চেষ্টা করব। ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটের (www.sust.edu/admission) মাধ্যমে জানা যাবে।

তাছাড়া শিক্ষার্থীরা যে কোন মোবাইল অপারেটর থেকে SUST<space>RESULT<space>Admission-Roll  লিখে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন।

প্রসঙ্গত, শনিবার সকাল ৯.৩০টায় ‘এ’ ইউনিট এবং বিকাল ২.৩০টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ইউনিটে ১৪৪৮টি আসনের বিপরীতে আবেদন করেন ৪১২৮৫ জন শিক্ষার্থী । এর মধ্যে ৮০ শতাংশের উপর উপস্থিতি ছিল বলে জানায় ভর্তি কমিটি।

আব্দুল্লাহ আল মনসুর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।