ইবিতে ভর্তি পরীক্ষা শুরু


প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৫ নভেম্বর ২০১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। আজ ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা আগামী বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত চলবে। প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ক্যাম্পাস সূত্রে জনা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রথম দিনে অর্থাৎ আজ ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মাানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত, ২য় শিফটের পরীক্ষা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, ৩য় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এবং ৪র্থ শিফটের পরীক্ষা বিকেল ৪ টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ প্রথম শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা, ২য় শিফটে ‘বি’ ইউনিটের ১ থেকে ৫৬২০ রোল পর্যন্ত, ৩য় শিফটে ‘বি’ ইউনিটের ৫৬২১ থেকে ১১২৪০ রোল পর্যন্ত এবং ৪র্থ শিফটে ‘বি’ ইউনিটের ১১২৪১ রোল থেকে অবশিষ্ট ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।  

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।