ভর্তি পরীক্ষা : রুয়েটের ফল প্রকাশ ২৫ নভেম্বর


প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৫- ২০১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী ২৫ নভেম্বর প্রকাশ করা হবে। রুয়েটের উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া রুয়েটের ভর্তি পরীক্ষার ফল আগামী ২৫ নভেম্বর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় ১২টি বিভাগে ৮১৫ আসনের বিপরীতে মোট ৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। শনিবার ক-গ্রুপের দুই ঘণ্টার লিখিত পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। খ-গ্রুপের এক ঘণ্টার পরীক্ষা (শুধুমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের মুক্তহস্ত অঙ্কন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

রাশেদ রিন্টু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।