পুরান ঢাকায় উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০

পুরান ঢাকার গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে পালিত হয়েছে। পুরান ঢাকার বিখ্যাত তিন গির্জা লক্ষীবাজারের হলিক্রস গির্জা, আরমানিটোলার আর্মেনিয়ান গির্জা ও শাঁখারি বাজারের সেন্ট থমাস গির্জায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

গির্জা তিনটি পরিদর্শন করে দেখা যায়, বড়দিন উপলক্ষে প্রদর্শন করা হচ্ছে সদ্যজাত যীশু, যীশুর মা মেরি ও পূর্ণবয়স্ক যীশুর মূর্তি। খ্রিস্টানরা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন।

jagonews24

গির্জার দর্শনার্থীরা বলেন, আজ আমাদের যীশুর জন্মদিন। তিনি এসেছিলেন মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। তার জন্মদিন আমাদেরকে কল্যাণ, সাম্য, সম্প্রীতির শিক্ষা দেয়।

সারাবিশ্বে ২৩১ কোটি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। বাংলাদেশেও ৫ লক্ষাধিক খ্রিস্টান বাস করেন। এদেশে তাদের রয়েছে কয়েক’শ বছরের ইতিহাস। সারাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবছর পালিত হয় বড়দিন।

রায়হান আহমেদ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।