উড়ো চিঠিতে রাবি শিক্ষককে হত্যার হুমকি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১৮ ডিসেম্বর ২০২০

উড়ো চিঠিতে হত্যার হুমকি পেয়ে সাধারণ ডায়রি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। চিঠি পাওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই শিক্ষক।

বৃহস্পতিবার বিকেলে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়রি করেন তিনি।

সাধারণ ডায়রিতে অধ্যাপক মামুন বলেছেন, ‘আমার নামসহ একটি চিঠি পেয়েছি। তাতে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। কে বা কারা চিঠি দিয়েছে ধারণা করা যাচ্ছে না।’

শিক্ষকের নামে পাঠানো চিঠিতে লেখা আছে, ‘মি. মামুন, বহুত বক্তৃতা দিয়া বেড়াইতেছেন। জিব্বা না থাকলে বক্তৃতাও শেষ। মাস্টারিও শেষ। নামাজ কালামের খবর নাই, উল্টা পাল্টা বক্তৃতা মারেন। প্রস্তুত হন। জানেন তো মাস্টার মারলে এদেশে বিচার হয় না? তোরে মারলে তো টু শব্দও হবে না। নিবেদক- সকশইগবব’

ডায়রির বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, আমারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

সালমান শাকিল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।