বেরোবিতে চলছে তৃতীয় লিঙ্গ কোটার ভর্তি আবেদন


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১১ নভেম্বর ২০১৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় তৃতীয় লিঙ্গ কোটার ভর্তি আবেদন চলছে। এ আবেদন চলবে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।  বাংলাদেশে প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তৃতীয় লিঙ্গ কোটার প্রচলন হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী জাগো নিউজকে বলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তৃতীয় লিঙ্গরা যেন সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন। তাই বিশ্ববিদ্যালয় ভর্তিতে মোট আসনের ০.৫ শতাংশ হারে এই বিশেষ কোটা রাখা হয়েছে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।