জাবিতে ছাত্রদল কর্মী সন্দেহে শিক্ষার্থীকে পিটুনি


প্রকাশিত: ০১:০৩ পিএম, ১১ নভেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল কর্মী সন্দেহে  এক ছাত্রকে বেধড়ক পিটিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম নাহিদ বিন ওয়াহিদ। সে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৩৯ তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মোশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সেক্রেটারী রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহিম,শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম অনিক, আল বেরুনী হলের (সম্প্রসারিত ভবন) সভাপতি সুমন সরকার, ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, সহ-সম্পাদক অনিক কুমারসহ নেতাকর্মীরা তাকে হাত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে।

এ সম্পর্কে শাখা ছাত্রলীগের সেক্রেটারী রাজীব আহেমেদ রাসেল বলেন, নাহিদ ছাত্রদল কর্মী। সে ক্যম্পাসে আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করে। জুনিয়র কর্মীরা তাকে নাশকতার অভিযোগে পরিবহন চত্বরে মারধর করেছে।

নাহিদ বিন ওয়াহিদ জানান, পূর্বশত্রুতার জের ধরে তাকে মারধর করা  হয়েছে। ইতোপূর্বে হলে হামলা করতে আসলে বাধা দিয়েছিলাম বলে তার প্রতিশোধ নিয়েছে। তবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিষয়টি শুনেছি। কিন্তুতেমন কিছু জানিনা।

হাফিজুর রহমান/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।