জাবি সাংস্কৃতিক জোটের প্রতিবাদী অনুষ্ঠান বুধবার


প্রকাশিত: ০৮:২০ এএম, ১০ নভেম্বর ২০১৫

দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘মরচে পড়া মনের যত বন্ধ দ্বার খোলো’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সেলিম আল দীন মুক্তমঞ্চ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক জোটের আয়োজনে থাকছে- জাহাঙ্গীরনগর থিয়েটার, টিএসসি ও জাহাঙ্গীরনগর থিয়েটার, অডিটোরিয়াম এর প্রযোজনায় নাটক দুঃসময়ের অভিযাত্রি ও চক্রব্যূহ। সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি ও আনন্দন এর পরিবেশনায় গান। আবৃত্তি সংগঠন ধ্বনির পরিবেশনায় কবিতা মিছিল এছাড়া জহির রায়হান চলচ্চিত্র সংসদ স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র প্রদর্শনী।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি মনের কলুষতা দূর করে মুক্তির মিছিলে যোগদানের আহ্বান জানিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ রাহাত রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের আড়াই বছরের বন্ধ্যাত্ব শেষে বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে পুর্নজীবিত হয়েছে। যে পুর্নজীবনের প্রথম প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাফিজুর রহমান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।