আন্দোলনে অচল সাতক্ষীরা মেডিকেল কলেজ


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৯ নভেম্বর ২০১৫

২৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে টানা ১০ দিনের আন্দোলনে অচল হয়ে পড়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। রোববার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল, সমাবেশ করে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী অরিন আক্তার, সালমান আমির, আব্দুল্লাহ আল-মামুন, আলমগীর হোসেন, আসলাম, খালেক সাইফুল, আহসান হাবিব প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, নেতৃবৃন্দ গতানুগতিক কথা বার্তা বলে চলে যান। আশ্বস্ত হওয়ার মতো কোনো খবর তারা এখনও দিতে পারেননি। পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত ক্লাস, আইটেম, কার্ড, ওয়ার্ড এবং সকল কার্যক্রম বর্জন করা হবে।

এদিকে, সম্প্রতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি, মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালক প্রফেসর ডা. আব্দুর রশিদ, জেলা পরিষদ প্রশাসকসহ স্থানীয় বিএমএ নেতৃবৃন্দ শিক্ষার্থীদের দাবি পূরণে আশ্বাস দিয়ে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানালেও আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।