শিক্ষকদের অন্তর্দ্বন্দ্বে জবির ভূগোল বিভাগের অনলাইন ক্লাস বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:২০ পিএম, ১১ নভেম্বর ২০২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানের সঙ্গে অন্যান্য শিক্ষকদের প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বের কারণে বিভাগের অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে। গত দুই মাসেরও বেশি সময় ধরে অনলাইনে ঠিকমতো কোনো ক্লাস হচ্ছে না বলে জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা।

ফলে সেশন জটে পড়ার আশঙ্কা করছেন তারা।

ক্লাস না হওয়ার ব্যাপারে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউজিসি'র নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্টে রীতিমতো ক্লাস চললেও, দীর্ঘদিন ধরে আমাদের অনলাইন ক্লাস বন্ধ আছে। যেখানে অনেক আগেই অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এক সেমিস্টার শেষ করে অন্য সেমিস্টারের ক্লাস শুরু করে দিয়েছে, সেখানে আমরা কোনো কোর্সেরই আগের সেমিস্টারের ক্লাস শেষ করতে পারিনি।

বিষয়টিকে দুঃখজনক আখ্যা দিয়ে দ্রুত সময়ের মধ্যে পুনরায় অনলাইন ক্লাস শুরুর জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তারা।

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের ক্লাস চলছে। নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়নি এখনো। ল্যাবের ক্লাসগুলো না হওয়ার কারণে আমাদের গত সেমিস্টার শেষ হয়নি।’

এ বিষয়ে সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, ‘বিভাগের ক্লাস হচ্ছে কিন্তু রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে না। আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে ৫-৬ টি অভিযোগ এনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে বিভাগের চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে হবে, চেয়ারম্যান কে বললেই তো হয়।’

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।