রাবির ভর্তি পরীক্ষা শুরু আজ


প্রকাশিত: ০১:২৩ এএম, ০৯ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ (সোমবার) থেকে শুরু হচ্ছে। এবার ভর্তি পরীক্ষায় চার হাজার ৭২২টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৬০ হাজার ৬৮২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ভর্তি পরীক্ষায় আটটি ইউনিটের মধ্যে `এ` ইউনিটে ১৯ হাজার ৫১৯ জন, `বি` ইউনিটে ১৬ হাজার ৪১১ জন, `সি` ইউনিটে ২৩ হাজার ৩২৬ জন, `ডি` ইউনিটে ২০ হাজার ৫১৭ জন, `ই` ইউনিটে ২৫ হাজার ৫৬৩ জন, `এফ` ইউনিটে ১৮ হাজার ২০৬ জন, `জি` ইউনিটে ১১ হাজার ৭৮৭ জন, `এইচ` ইউনিটে ২৩ হাজার ৬৬০ জন এবং `আই` ইউনিটে দুই হাজার ৯০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। চার হাজার ৭২২টি আসনের মধ্যে ৫৫৪টি আসন সংরক্ষিত।

উল্লেখ্য, গত ১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়া চলে। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

রাশেদ রিন্টু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।