রাবিতে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৮ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশের প্রেক্ষিতে খাদ্য নিারপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এ সেমিনারের অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন।

মূল প্রবন্ধে অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার । বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা ১৬ দশমিক ৮ জন ক্ষুধা ও অপুষ্টির শিকার। যেখানে ভারত ১৭ দশমিক ৫ শতাংশ, শ্রীলঙ্কা ১৪ শতাংশ, মালদ্বীপে ৫ দশমিক ৬ শতাংশ, পাকিস্থানে ১৯ দশমিক ৯ শতাংশ এবং নেপালে ১৮ শতাংশ। দক্ষিণ এশিয়ায় ক্ষুধা ও অপুষ্টির চ্যালেঞ্জটি জটিল ও বহুমাত্রিক।

তিনি তার প্রবন্ধে বাংলাদেশের খাদ্য সমস্যা সমাধানে বেশ কিছু কৌশলের কথা উল্লেখ করেন। সেগুলো হলো : অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির মাধ্যমে খাদ্য সরবরাহের লভ্যতা বাড়ানো, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে খাদ্যে প্রবেশগম্যতা বাড়ানো এবং খাদ্য ব্যবহারে কার্যকারিতা বাড়ানো।

এছাড়াও সেমিনারে উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান খাদ্য উৎপাদনে জলবায়ুর প্রভাব ও অধ্যাপক সাদেকুল ইসলাম খাদ্য বিষয়ক বিভিন্ন আইন ও তার সুষ্ঠু প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা করেন। বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকসহ সাংবাদিকতা বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাশেদ রিন্টু/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।