মেরিন ড্রাইভে হেঁটে বন্যপ্রাণী সুরক্ষার বার্তা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৫ অক্টোবর ২০২০

বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে প্রাণী সুরক্ষার বার্তা পৌঁছে দিতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার মেরিন ড্রাইভে ৮০ কিলোমিটার পরিভ্রমণ করেছেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

তারা হলেন-জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাসফিকুল হাসান টনি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিশ্বনাথ ভৌমিক।

গত ২ অক্টোবর কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত থেকে পরিভ্রমণ শুরু করেন তারা। প্রথম দিন প্রায় ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করার পর দ্বিতীয় দিন ৩২ কিলোমিটার পথ অতিক্রম করেই তারা লক্ষ্যে পৌঁছে যান (সাবরাং বেড়িবাঁধ)।

পরিভ্রমণটির মূল স্লোগান ছিল-‘বন্য প্রাণী হত্যা বন্ধ করুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন।’

jagonews24

পরিভ্রমণটি সম্পর্কে জানতে চাইলে দলনেতা মাসফিকুল হাসান টনি বলেন, ‘পরিভ্রমণটা আমার কাছে বেশ ভিন্ন ধরনের এবং সবচেয়ে চমৎকার ভ্রমণমাধ্যম মনে হয়েছে। যদি মেরিন ড্রাইভের কথা বলি, সেখানে পর্যটকরা নির্দিষ্ট কিছু পয়েন্টে সময় কাটান। অনেক সি বিচের নাম পর্যন্ত জানেন না। তবে আমরা যেমন পুরো জায়গাটা সময় নিয়ে দেখেছি, তেমনি উপভোগ করেছি এবং স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করে তাদের সংস্কৃতি, আয়ের উৎসসহ তাদের অনেক অভিজ্ঞতা সম্পর্কে জেনেছি। এই পাওয়াগুলো সাধারণ ট্যুর বা ভ্রমণে সম্ভব নয়।’

তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে আলাপ করে জেনেছি, এখানে কেউ বণ্যপ্রাণী শিকার করে না। তবে দেশের বিভিন্ন অঞ্চলে শিকার করা হয়। তাদের প্রতি অনুরোধ, এভাবে বন্যপ্রাণী নিধন করে পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেবেন না।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাসফিকুল বলেন, আমরা ক্রস কান্ট্রি (বাংলাবান্ধা টু টেকনাফ) পরিভ্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করছি।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।