৮ দফা দাবিতে জাবি উপাচার্যকে স্মারকলিপি


প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

৮ দফা বাস্তবায়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভলোপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্য কার্যালয়ে পিডিএফের বিশ্ববিদ্যালয় শাখা এ স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান, পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. এ এ মামুন, অধ্যাপক ড. নুরুল ইসলাম, সংগঠনটির সভাপতি কাউসার হামিদ, সাধারণ সম্পাদক মো. সুমন আলী, সাবেক সভাপতি আব্দুল জলীল প্রমুখ।

দাবিগুলো হচ্ছে- প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তির কোটা বৃদ্ধি করা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর সরাসরি ভর্তি করা, লাইব্রেরিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা করা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির প্রচলন করা এবং অন্তত একজন ব্রেইল টেকনিশিয়ান নিয়োগ দেয়া, আর্থিকভাবে অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা, প্রত্যেক অনুষদে এবং প্রশাসনিক ভবনে র্যা ম্পের ব্যবস্থা করা, ক্যাম্পাসে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি পৃথক রেকর্ডিং কক্ষের ব্যবস্থা করা, প্রতিটি হলে অন্তত একটি করে প্রতিবন্ধী বান্ধব প্রক্ষালন কক্ষের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী যোগ্য ব্যক্তিদের সুযোগ দেয়া।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজে করে পিডিএফ। সংগঠনটি ২০০৮ সালে এই বিশ্ববিদ্যালয়ে থেকে যাত্রা করে বর্তমানে ১৩টি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দাবী আদায়ে কাজ করছে। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অধ্যয়নরত আছেন । এদের সার্বক্ষণিক বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে সংগঠনটির প্রায় তিনশ’জন স্বেচ্ছাসেবী।

হাফিজুর রহমান/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।