ঢাবি ‘ক’ ইউনিটে উত্তীর্ণ ২০ দশমিক ৭৫ শতাংশ


প্রকাশিত: ০৭:২৬ এএম, ০৪ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর এ ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা ২০ দশমিক ৭৫ শতাংশ। মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৬৬০টি আসনের বিপরীতে উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ১৩ হাজার ৩৮০ জন। যা শতকরা হারে ২০ দশমিক ৭৫ শতাংশ। এ বছর এ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৭১ হাজার ২৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। তারমধ্যে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩৮০ জন। বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে ২৫৫ জন শিক্ষার্থীর উত্তরপত্র।

শিক্ষার্থীরা পরীক্ষার মোবাইল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফল জানতে পারবে। মোবাইলে যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU Ka লিখে স্পেস (<>) দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এ জানা যাবে কাঙ্খিত ফল।

পাশকৃত সকল শিক্ষার্থীকে আগামী ১০ নভেম্বর থেকে ২১ নভেম্বর ২০১৫ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। এছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৮ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০১৫ মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে ডিন অফিসে জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ১২ নভেম্বর ২০১৫ পর্যন্ত আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। যার ফলাফল ১৭ নভেম্বর উক্ত অনুষদের অফিসে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ২০১৫ শনিবার ‘ক’ ইউনিটের ভর্তি সাধারণ জ্ঞান এবং ১৭ অক্টোবর ২০১৫ শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমএইচ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।