জাবিতে প্রক্সি কাণ্ডে ঢাবির দুইজনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৩ নভেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার রাতে জাবির নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ওয়ালিউর হোসেন জনি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি খলিলুর রহমান আনোয়ার।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ওয়ালিউর হোসেন জনি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি খলিলুর রহমান আনোয়ারের বিরুদ্ধে ১৯৮০ সালের ‘পাবলিক পরীক্ষা আইন (অপরাধ)’-এর ৩ (খ/১৩) ধারায় মামলা করা হয়েছে। মামলা নং- ৫(১১)১৫।

মঙ্গলবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন-উল কাদির মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার ৫০ হাজার টাকা চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরীক্ষা চলাকালে প্রক্সি দিতে গিয়ে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ওয়ালিউর হোসেন জনি। এ সময় জনিকে উদ্ধার করতে গিয়ে আটক হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি খলিলুর রহমান আনোয়ার। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাফিজুর রহমান/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।