রাবিতে জেলহত্যা দিবস পালিত


প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৩ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন জাতীয় জেলহত্যা দিবস পালন করেছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জেল হত্যাকাণ্ডে শহীদ জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুষ্পমাল্য অপর্ণের সময় রাবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকসহ প্রশাসনের ঊর্ধতন কমকর্তা ও বিশিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ সময় তারা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

রাশেদ রিন্টু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।