চবির `ই` ইউনিটে ৯৯ শতাংশই ফেল


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৫ নভেম্বর ২০১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদে ভর্তি পরীক্ষায় ৯৯ শতাংশ ফেল করেছে। আইন অনুষদের অধীনে ‘ই’ ইউনিটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল বুধবার সকালে প্রকাশ করা হয়। এর আগে সমাজবিজ্ঞান ও কলা অনুষদের ভর্তি পরীক্ষায় ফেল করেছে ৮০ শতাংশ।

আইন অনুষদের ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘আইন অনুষদে ভর্তি জন্য ১৪ হাজার ৮০৩ জন আবেদন করে। যার মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ২০৬ জন এবং পাস করে ১৮৩ জন। পাসের হার দাঁড়ায় ১ শতাংশের কিছু ওপরে।’

ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কিছু ব্যতিক্রম প্রশ্ন করি, যাতে করে শিক্ষার্থীরা কোচিং সেন্টার নির্ভর হয়ে পরীক্ষা দিতে না পারে। আর জাতীয় শিক্ষার মানের কারণেই ফলাফলের এ বিপর্যয় হয়েছে বলে আমি মনে করি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।