জাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ছাত্রলীগ নেতাসহ আটক ২


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০২ নভেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনি রহমান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে দায়িত্বরত শিক্ষকরা।

আটক ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ছাড়িয়ে নিতে আসলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এক নেতাকেও আটক করেছে দায়িত্বরত বিএনসিসি সদস্যরা।  

সোমবার দুপুর ২টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০৩ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জনি রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে উদ্ধারকারী অন্যজন আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল গ্রুপের নেতা।

পরীক্ষার হলে দায়িত্বরত ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এটিএম শাখাওয়াত হোসেন জানান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষায় ছানাউল হোসেন নামের এক ভর্তিচ্ছুর প্রক্সি দিতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র জনি রহমান। পরে তাকে উদ্ধার করতে পরীক্ষার হলে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন। এসময় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন দায়িত্বরত শিক্ষককে ধাক্কা দিয়ে হলে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনি রহমানকে বাঁচানোর চেষ্টা করেন। পরে দায়িত্বরত শিক্ষক অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন, সুদীপ পাল ও ভর্তি পরীক্ষা আঞ্চলিক সমন্বয়ক অধ্যাপক দেলোয়ার হোসেন তাদেরকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। এসময় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন গ্রুপ করার কথা বলে সহকারী প্রক্টর শেখ আদনান ফাহাদকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে নিরাপত্তায় দায়িত্বরত গার্ডরা তাকে পুনরায় আটক করেন।

প্রক্সি দিতে আসা অভিযুক্ত ঢাবি ছাত্র জনি রহমান ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তিতে ছানাউল হোসেনের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছে বলে স্বীকার করেছে আটক জনি রহমান।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জহুরুল হক হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ইমনের সঙ্গে তার যোগাযোগ হয় বলে জানায় সে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযুক্ত দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।