জবিতেও প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টা : আটক ১০


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টায় ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, শুক্রবার বিকলে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই বাচাই চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।

এদের মধ্যে প্রশ্নপত্র জালিয়াতির তথ্য পেয়ে প্রথমে একজনকে ফার্মগেট থেকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী নাখালপাড়া ও তেজকুনি পাড়া থেকে অন্যদের আটক করা হয়। প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টায় মোট ২৫ জনকে আটক করা হলো।

জেইউ/এএইচ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।