ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা কলেজের ছাত্র আটক


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ৩০ অক্টোবর ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষীয় জালিয়াতির অভিযোগে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে মানিক শেখ নামের ওই শিক্ষার্থীকে আটক করে জেরা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী।

জানা যায়, শুক্রবার দুপুরে ঢাবির মসজিদের পূর্ব গেইট এলাকায় জবিতে ভর্তিইচ্ছুক এক শিক্ষার্থীর সঙ্গে ১ লক্ষ টাকা চুক্তি সম্পাদনকালে তাকে হাতেনাতে ধরা হয়। পরে তাকে প্রক্টরের কার্যালয়ে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

আটক মানিক শেখ ঢাকা কলেজের মনোবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া আব্দুর রহামন নামের এক পরীক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে।

এমএইচ/আরএস/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।