ঢাবি উপাচার্যের সঙ্গে এসকিউএ প্রতিনিধি দলের সাক্ষাৎ


প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কটিশ কোয়ালিফিকেশন্স অথরিটির (এসকিউএ) দক্ষিণ এশিয়া অঞ্চলের আন্তর্জাতিক ব্যবস্থাপক মার্গারেট কারানের নেতৃত্বে দু’সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।  প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন জয় জয়তী নন্দী।
 
সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক পাইলট প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এসকিউএ প্রতিনিধি দল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে উপাচার্যের সহায়তা চান। উপাচার্য প্রতিনিধি দলকে এক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান। এই উদ্যোগ দেশে দক্ষ জনবল তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

এমএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।