কুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)- এর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে। ৬ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে নির্ধারিত সময়ের তিনদিন আগেই ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.kuet.ac.bd/ www.admission.kuet.ac.bd- এই ঠিকানায় ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।
কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর নির্ধারিত সময়ের তিন দিন আগে ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, কুয়েটে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১১টি বিভাগে ৮১৫ আসনের বিপরীতে ৭ হাজার ৯৪২ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। এর মধ্যে ৬ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল শতকরা ৮৪ ভাগ।