জাবিতে ‘বি’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ও ‘এইচ’ ইউনিটের (আইআইটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সকালে সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এসময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ২৯ অক্টোবর ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ‘জি’ ইউনিট (আইবিএ-জেইউ) এবং ‘এফ’ ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.juniv.edu/admissionresults ও মোবাইলে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

হাফিজুর রহমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।