জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ০৮:০৫ এএম, ২৬ অক্টোবর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। রোববার রাত তিনটায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে জাবির নিজস্ব ওয়েবসাইটে।

‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ছাত্রদের জন্য মোট ২৭০টি আসনের বিপরীতে ২ হাজার ৭৩৯ জন এবং ছাত্রীদের মোট ১৮০টি আসনের বিপরীতে ১ হাজার ৮২৩ জন উত্তীর্ণ হয়েছেন। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admissionresults থেকে জানা যাবে।

হাফিজুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।