পঞ্চবার্ষিক পরিকল্পনায় জবির ২য় উন্নয়ন প্রকল্প গৃহীত


প্রকাশিত: ০২:১৪ পিএম, ২০ অক্টোবর ২০১৫

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি উন্নয়ন প্রকল্প (দ্বিতীয়) গৃহীত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার জবির দশম প্রতিষ্ঠাবর্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস-২০১৫ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

তিনি বলেন, মঙ্গলবার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কেরানীগঞ্জে জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছেলেদের জন্য একটি ২০তলা ভবন বিশিষ্ট হল এবং একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য ১৩০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।

মন্ত্রী বলেন- বিশ্বমানের শিক্ষা, বিশ্বমানের জ্ঞান, বিশ্বমানের প্রযুক্তি এবং বিশ্বমানের দক্ষতা অর্জন করতে একজন শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ক্লাসে বসে লেকচার শুনে পরীক্ষায় পাস করলে জ্ঞান অর্জিত হবে না। জ্ঞান আবিষ্কার করতে হবে।
 
শিক্ষামন্ত্রী আরো জানান, শিক্ষকদের মর্যাদা রক্ষার জন্য বেতন সমতাকরণ কমিটি করা হয়েছে। যতদিন শিক্ষকদের দাবি পূরণ না হবে ততদিন তিনি সংগ্রাম করে যাবেন। শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি কমিটিতে শিক্ষকদের দাবি তুলে ধরবেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই স্থান যেখানে জ্ঞান সৃষ্টি করতে হয়, জ্ঞান ধারণ করতে হয় এবং জ্ঞান বিতরণ করতে হয়।

বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাজেট বৃদ্দির জন্য আবেদন করলেও মঞ্জুরী কমিশনের কিছু করার নেই। মঞ্জুরী কমিশনেরই বেহাল দশা। জনবলের অভাব আর অফিসরুম সংকটে জরাজীর্ণ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
 
সভাপতির বক্তব্যে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মান নির্ভর করে গবেষণার মান এবং শিক্ষার্থীরা পাস করে কোথায় যায় তার উপর। জবি থেকে পাস করা শিক্ষার্থীদের জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে প্রায় একশ’ গবেষক পিএইচডি এবং এমফিল ডিগ্রির জন্য ভর্তি হয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক তরুণ শিক্ষক দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন।
 
জবি রেজিস্ট্রার প্রকৌশলী ড. ওহিদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জবির প্রথম ভিসি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম খান এবং তৃতীয় ভিসি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. আলী নূর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন প্রমুখ।

সুব্রত মণ্ডল/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।