জাবিতে হয়ে গেলো ব্রেভার র্যাগ কনসার্ট
ঘড়ির কাটায় রাত সাড়ে ৮টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠের হাজারো দর্শক মাতাতে মঞ্চে উঠলেন জেমস। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা ধরে দর্শক মাতিয়ে রাখলেন জেমস। আর এর মধ্য দিয়েই অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্রেভার র্যাগ-৩৮।
প্রথমেই ‘কবিতা তুমি স্বপ্নচারী হয়ে’ গান দিয়ে শুরু করেন জেমস তারপর একে এক ১০টি গান দিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। সর্বশেষ ‘ভিগি ভিগি’ গান দিয়ে শেষ করেন। গানের ফাঁকে ফাঁকে দর্শকদের উড়ন্ত চুম্বন দেন। এ সময় বলেন, তোমাদের জন্যই আমি, তোমরা না থাকলে আমি থাকতাম না।
অনুষ্ঠানের প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ও প্রাণ-আরএফএল-এর সহকারী ব্রান্ড ম্যানেজার মো. গিয়াস উদ্দিন সজিবকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন সবাইকে সুশৃঙ্খলভাবে কনসার্ট উপভোগ করার কথা বলেন।
প্রাণ-আরএফএল-এর সহকারী ব্রান্ড ম্যানেজার মো. গিয়াস উদ্দিন সজিব তার বক্তব্যে বলেন, ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ রকম বড় অনুষ্ঠানে থাকতে চাই। ভবিষ্যতে এ রকম অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাথে থাকবো।
এছাড়া তিনি প্রাণ-এর নতুন পণ্য ও জনপ্রিয় পানীয় ব্রেভার সবাইকে পান করার আহ্বান জানিয়ে বলেন, এই পণ্য আমরা আমাদের দেশ থেকে ১২০টি দেশে রফতানি করি।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, মেহেদী ইকবাল, শেখ আদনান ফাহাদ প্রমুখ।
হাফিজুর রহমান/বিএ